ভারত ও পৃথিবীর উল্লেখযোগ্য নদী সমূহ


ভারত ও পৃথিবীর উল্লেখযোগ্য নদী সমূহ

🔴 ভারতের দীর্ঘতম নদী গঙ্গা 2525 কিমি দৈর্ঘ্যের মধ্যে ভারতে 2071 কিমি প্রবাহপথ আছে।
🔴 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর 1465 কিমি।
🔴 লুনি , ঘাঘর, রূপনগর, মেধা ভারতের অন্তর্বাহিনী নদী।
🔴 পৃথিবীর দীর্ঘতম নদীর নীলনদ এর দৈর্ঘ্য 6853 কিমি।
🔴 পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ও বৃহত্তম নদী আমাজনের দৈর্ঘ্য 6450 কিমি। এই নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে।
🔴 পৃথিবীর দীর্ঘতম নদী মিসিসিপি মিসৌরি এর দৈর্ঘ্য 5970 কিমি।
🔴 পৃথিবীর ক্ষুদ্রতম ডি. নদীর দৈর্ঘ্য 37 কিমি।



Comments