জলপ্রপাত সৃষ্টির কারণ:
১. চ্যুতি: নদীর গতিপথ হঠাৎ কোনো চ্যুতি থাকলে খাড়া ঢাল এর সৃষ্টি হয়। এর ফলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়।
২. শৈলশিরা: অনেক সময়ই নদীর গতিপথে কঠিন লাভা শৈলশিরার মতো অবস্থান করে। এর ফলে ঢালের তারতম্যজনিত কারণে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়।
৩. ভূ আন্দোলন:স্থানে হঠাৎ খাড়া ঢাল সৃষ্টি হতে দেখা যায়। এরকম স্থানের উপর দিয়ে নদী প্রবাহিত হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়।
৪. ঝুলন্ত উপত্যকা: পার্বত্য অঞ্চলের হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়।এই ঝুলন্ত উপত্যকার অগ্রভাগে খাড়া ঢাল থাকায় এই অঞ্চলের ওপর দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়।
৪. শিলাস্তরের বিন্যাস: ভূপৃষ্ঠ অংশ একই ধরনের শিলা দ্বারা গঠিত হয় না।ঢাল এর সৃষ্টি করে এবং জলপ্রপাত সৃষ্টি হয়।
Comments
Post a Comment