ওয়াহাবিবাদ কি?
আব্দুল ওয়াহাবের প্রচারিত ওয়াহাবিবাদ নামে পরিচিত।
ভিল বিদ্রোহ কবে হয়?
1819 সালে ভিল বিদ্রোহ হয়।
তানা ভগৎ আন্দোলন কোন উপজাতির লোকরা শুরু করে?
তানা ভগৎ আন্দোলন শুরু করে ওরাও উপজাতির লোকেরা।
গোয়া মুন্ডা কে ছিলেন?
গোয়া মুন্ডা ছিলেন বিরসা মুন্ডার সেনাপতি।
খেরওয়ার আন্দোলন কি?
সাঁওতালদের ধর্মীয় আন্দোলন খেরওয়ার আন্দোলন বলে।
ভিল বিদ্রোহ হয়েছিল মূলত খান্দেশ অঞ্চলে।
সন্ন্যাসী ফকির মূল ধ্বনি ছিল রবা রমিনি।
তিতুমীরের অনুগামীদের হতু ইয়াতি বলা হত।
criminal tribes act পাস হয় বিশৃংখলা সৃষ্টি কারি আদিবাসীদের দমনের জন্য।
সহিল রাকার এর ১৯০০ খ্রিস্টাব্দে পাহাড়ের যুদ্ধ হই মুন্ডাদের সঙ্গে ইংরেজদের।
Comments
Post a Comment