জলের ফোটা গোলাকার কেন?

 


বৃষ্টির জলের ফোটা গোলাকার হয়। কোন নির্দিষ্ট আয়তনে গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন। জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা এই পৃষ্ঠটান জনিত বোনের জন্য সবসময় তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চাই বলেই জলবিন্দু বা বৃষ্টির জলের ফোঁটা গোলাকার হয়। তবে অভিকর্ষের প্রভাবেই বুড়ো জলের ফোঁটা একটু চেপটা হয়।


Comments