স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশীরা কি ভূমিকা নিয়েছিল?What role did foreigners play in spreading wife education?
স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশিদের ভূমিকা:
ভারতীয় স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশীরা উল্লেখযোগ্য ভূমিকা নেন। এ বিষয়ে সর্ব প্রথম উদ্যোগ নেই খ্রিস্টান মিশনারীরা ।1831 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি ও মার্শম্যানের উদ্যোগে শ্রীরামপুর একটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়। এছাড়া লন্ডন মিশনারি সোসাইটির রবার্ট মি 1818 খ্রিস্টাব্দে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1860 খ্রিস্টাব্দে মিস কুক প্রতিষ্ঠা করেন 'ক্যালকাটা ফিমেল স্কুল' । মিস কুক,মেরি উইলসন, মেরি কার্পেন্টার প্রমুখ বিদেশিনী বাংলায় নারী শিক্ষার বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
Comments
Post a Comment