বিপ্লব বলতে কী বোঝো?

 বিপ্লব:

কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত,ব্যাপক ও আমূল পরিবর্তন কে বিপ্লব বলা হয়। বিপ্লব এর একটি উদাহরণ হল 1779 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। কেননা ,এই বিপ্লবের ধারা ফরাসি সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন ঘটে।

Comments