কোল বিদ্রোহের গুরুত্ব হলো-
○সীমান্ত এজেন্সি গঠন:
এই বিদ্রোহের ফলে সরকার কল উপজাতিদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ব্রিটিশ আইন কানুন মুক্ত একটি নির্দিষ্ট করে দিতে বাধ্য হয়।
○জমিদারদের আধিপত্য হ্রাস: কল দের এলাকায় জমিদারদের থেকে জমি কেড়ে নিয়ে সেখানকার গ্রাম প্রধানদের ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সেই জমিদারি জমিদারের পুনরায় দখল করে নিতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।
○নিজস্ব নিয়ম-কানুনের স্বীকৃতি:
কল উদ্ভাসিত অঞ্চলগুলিতে কোল্ড এর নিজস্ব নিয়মকানুন মেনে নেওয়া হয়
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য বিশ্লেষণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ। জানো কি?
সাঁওতালরা সুদের টাকা নেওয়া কি মহাপাপ বলে মনে করত। সাঁওতালদের কাছে সুদ আদায় ছিল নেই নীতিবিরোধী। ধার নেয়ার পরিবর্তে যদি মহাজন সভা গরু-মোষ নিত তাহলে সেক্ষেত্রে সাঁওতালদের সর্বনাশ নীতির দিক থেকে তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সুদ নিয়ে বাকি তারা পাপ মনে করায় মহাজনদের প্রতি তাদের অপরিসীম ঘৃণা ছিল।
Comments
Post a Comment