তিতুমীরের প্রধানমন্ত্রীও প্রধান সেনাপতির নাম কি?কে কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন?টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন?

 

                          তিতুমীর (ব্রিটিশ বিরোধী বিপ্লব)
1.তিতুমীরের প্রধানমন্ত্রীও প্রধান সেনাপতির নাম কি?

উত্তর:তিতুমীরের প্রধান মন্ত্রী ছিলেন তার বিশিষ্ট অনুগামী মইনুদ্দিন আর তিতুমীরের সেনাপতি ছিলেন গোলাম মাসুম।




2.কে কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন?

উত্তর:বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমীর 24 পরগনা জেলার নারকেলবেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন।তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছে।




3.টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন?

উত্তর:টিপুসহ পাগলাপন্থী আন্দোলনের নেতা ছিলেন।




4. তিতুমীর এর প্রকৃত(আসল) নাম কী?

উত্তর:তিতুমীর এর প্রকৃত নাম  মির নিসার আলি।



5.তিতুমীর অনুগামীর নাম কী?

উত্তর: তিতুমীরের অনুগামীরা হেদায়তি নামে পরিচিত এবং তার আন্দোলন  তরিকা-ই-মুহম্মদিয়া  নামে পরিচিত।



6.তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল?

উত্তর:তিতুমীরের বাঁশের কেল্লা নারকেলবেরিয়া-য় অবস্থিত ছিল।



7.বাঁশের কেল্লা ধ্বংস হয় কত সালে?
উত্তর: বাঁশেরকেল্লা  19  নভেম্বর 1831 সালে ধ্বংস হয়।

Comments