নীহারিকা কাকে বলে

নীহারিকা কাকে বলে ?
উত্তর: মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নীহারিকা বলে। এই নীহারিকা থেকেই নক্ষত্রের জন্ম হয়।

নীহারিকা কাকে বলে

নীহারিকা :-

অর্থ:- নীহারিকা শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, ধূলিকণা কিংবা বাষ্প।

সংজ্ঞা:-মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা, গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়তা হলো নীহারিকা।

 এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্বের সৃষ্টির সময় প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থ গুলো জমাট বাঁধতে শুরু করে। আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়।





Comments