আজকে আমি আপনাদের YouTube এবং Google Adsense এর মধ্যে Earning Related যে নতুন শর্তাবলী (19/1/22) প্রকাশ হয়েছে তারই আলোচনা করবো।যারা YouTube এর ভিডিও , creator অৰ্থাৎ যারা ইউটুবে এ ভিডিও বানিয়ে টাকা অর্জন করেন , তারা অবশ্যই Google Adsense এর নাম শুনেছেন এবং Google Adsense এর সন্পর্কে জানেন। এখানে আপনারা খুবই তাড়াতাড়ি শর্টকাটে শর্তটি বুঝে যাবেন। তাই একটু ধৈর্যসহকারে শর্তগুলি পড়ে নিন কারণ এই শর্তাবলী আপনাদের জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ।
Youtube এবং Adsence এর Earning এর সম্পর্কিত শর্তাবলী:
আগে হতো যে Google Adsense এ website , YouTube, Android apps এর Earning Google Adsense এ দেখতে পেতেন এবং সব আর্নিং গুলো একসঙ্গে যোগ হয়ে দেখাতো আর তা ১০০ ডলার হয়ে গেলই তা মাসের শেষের দিকে পাঠিয়ে দিতো। কিন্তু এবার থেকে ইউটুবে থেকে যে earning করবেন আপনি তা Google Adsense এ আলাদা করে ব্যালান্স এ দেখাবে এবং এই শুধু youtube এর Earning তা যখন ১০০ ডলার হয়ে যাবে , তখন তা মাসের শেষের দিকে পাঠাবে । আর ওয়েবসাইট এন্ড্রয়েড এপ্লিকেশন এর Earning আলাদা ভাবে একসঙ্গে যোগ হয়ে ,১০০ ডলার হলে তা পাঠাবে।এটা ছোটো creator এর জন্য খুবই খারাপ আপডেট কারণ তারা সবকিছু মিলিয়ে ১০০ ডলার পুরিয়ে নিতেন। কিন্তু এখন এটা হবে না আর।
Comments
Post a Comment