হাজী শরীয়তুল্লাহ এর ধর্মীয় আদর্শ এবং এলাকা চাষ

a) হাজী শরীয়তুল্লাহ এর ধর্মীয় আদর্শ কি ছিল?

উত্তর:

হাজী শরীয়তুল্লাহ এর ধর্মীয় আদর্শ ছিল

1।ইসলাম বিরোধী বিভিন্ন কুসংস্কার ইসলাম ঘরে প্রবেশ করে ধর্মকে অভিহিত করেছে।

2। সামাজিক সাম্য সহ্ কোরআনের নির্দেশ যথাযথভাবে পালন করে ধর্মকে পবিত্র করতে হবে


b)এলাকা চাষ কী?

উত্তর:এলাকা চাষের ক্ষেত্রে নীল করে নিজেদের খাসজমিতে দূর থেকে সস্তায় শ্রমিক এনে নীল চাষ করতো। এক্ষেত্রে প্রতি 10 হাজার বিঘা জমিতে নীল চাষের জন্য খরচ পরত আড়াই লক্ষ টাকা


Comments