ইতিহাস কি,আধুনিক ইতিহাস চর্চার নানা বৈচিত্র গুলি উল্লেখ করো,বর্তমানকালে ইতিহাসের আলোচনায় সমাজের কোনো মানুষই স্থান পায়,এনাল স্কুল কি, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি কি কি?
১.ইতিহাস কি?
উত্তর:সাধারণভাবে ইতিহাসের অতীতের কথা। মানব জাতির আবির্ভাব এর সময় থেকে শুরু করে বর্তমান মানব সভ্যতার চরম উৎকর্ষ লাভের সময় পর্যন্ত যাবতীয় ঘটনাবলী ইতিহাস। অন্যভাবে বলতে গেলে, ইতিহাস হল মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী।
২. আধুনিক ইতিহাস চর্চার নানা বৈচিত্র গুলি উল্লেখ করো?
উত্তর: আধুনিক ইতিহাস চর্চায় বহু নতুন বিষয়ের আলোচনার যুক্ত হবার ফলে তা যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাসের এসব নতুন বিশ্ব এর মধ্যে অন্যতম হলো নতুন সমাজ বিন্যাস, খেলাধুলা, খাদ্যাভাস, শিল্পচর্চা, পোশাক-পরিচ্ছদ, বাহন যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা দৃশ্য শিল্প, স্থাপত্য ,স্থানীয় অঞ্চলের শহর, যুদ্ধবিগ্রহ, পরিবেশ ,বিজ্ঞান ,প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যা নারী ইতিহাস চর্চা।
৩. বর্তমানকালে ইতিহাসের আলোচনায় সমাজের কোনো মানুষই স্থান পায়?
উত্তর: বর্তমান কাল ইতিহাসের আলোচনায় সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত মানুষ অর্থাৎ রাজা, শাসক, অভিজাত, মধ্যবিত্ত, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ,সৈনিক , নারী প্রমুখ সকলেই স্থান পায়।
৪. এনাল স্কুল কি?
উত্তর: ইংলিশ স্কুল হলো ফ্রান্সের একটি পত্রিকা গষ্ঠী। মার্ক ব্লক ও লুসিয়েন ফেবার এর উদ্যোগে অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশের মধ্যে দিয়েই গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি ,সংস্কৃতি,সাধারণ মানুষ, পরিবার, মনুষ্যত্ব প্রভৃতি বিষয় স্থান পেয়েছে।
৫. নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি কি কি?
উত্তর: নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় গুলি হল জাতীয় দলের রাজনৈতিক ঘটনাবলীর বিবরণের বাইরে থাকা সাধারণ মানুষের স্থানীয় পৌর সামাজিক জীবন, সংস্কৃতি, জনস্বাস্থ্য, জাতিগত পরিচয়, দারিদ্র, গণমাধ্যম প্রভৃতি।
উত্তর:সাধারণভাবে ইতিহাসের অতীতের কথা। মানব জাতির আবির্ভাব এর সময় থেকে শুরু করে বর্তমান মানব সভ্যতার চরম উৎকর্ষ লাভের সময় পর্যন্ত যাবতীয় ঘটনাবলী ইতিহাস। অন্যভাবে বলতে গেলে, ইতিহাস হল মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী।
Comments
Post a Comment