Type Here to Get Search Results !

Ads

নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো/নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম লেখ।/রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম লেখ।

 ১. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?

উত্তর: ১৯৮০র দশক থেকে ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গবেষকদের উদ্যোগে জাতি, শ্রেণি, লিঙ্গ, ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষদের নিয়ে ইতিহাস চর্চায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে lএই ধারা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটার্ন স্টাডিজ নামে পরিচিত।


৩. নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম লেখ।

উত্তর: নতুন সামাজিক ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল -রনজিত গুহ এর সিলেক্টেড চাপটার স্টাডিজ', 'এলিমেন্টারি এসপেক্ট অফ প্রেজেন্ট ইন্সারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া', সাবলটার্ন স্টাডিজ রিডার: ১৯৮৬-১৯৯৫'পার্থ চট্টোপাধ্যায়ের 'সাবলটার্ন স্টাডিজ', জ্ঞানেন্দ্র পান্ডের 'এই হিস্ট্রি অফ প্রেজুডিস', শাহিদ আমিনের 'ইভেন্ট, মেটাফোর, মেমোরি: চৌরিচৌরা ১৯২২-৯২'

গৌতম ভদ্র পার্থ চট্টোপাধ্যায়ের সম্পাদিত নিম্নবর্গের ইতিহাস, গৌতম ভদ্র এর'ঈমান ও নিশান' প্রভৃতি।


৪. রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ে কয়েকটি গ্রন্থের নাম লেখ।

উত্তর: রণজিৎ গুহ রচিত নিম্নবর্গের ইতিহাস চর্চার বিষয়কে গ্রন্থ হল-সিলেক্টেড সাবলটার্ন স্টাডিজ, এলিমেন্টারি এসপেক্ট অফ প্রেজেন্ট ইন্সারজেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, সাবলটার্ন স্টাডিজ রিডার: ১৯৮৬-১৯৯৫।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section