ভারত ইতিহাসের কথা। Indian history



1। 
নালন্দা বৌদ্ধ বিহারের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন?

 উত্তর: পন্ডিত শীলভদ্র নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

2। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?


উত্তর: সেন বংশীয় রাজা লক্ষণ সেন

3। লক্ষণ সেনের সভাকবি কারা ছিলেন?

উত্তর: কবি জয়দেব, উমাপতিধর , ধোহি, সরণ

গোবর্ধন ও হলায়ুধ।

স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশীরা কি ভূমিকা নিয়েছিল?

4। প্রথম স্বাধীন সার্বভৌম বাঙালি সম্রাট কে ছিলেন?

 উত্তর:  গৌরাঙ্গ রাজ শশাঙ্ক

5। মগদের বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন?

উত্তর: পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল।

6।  শশাঙ্ক কবে কোথায় তার রাজধানী স্থাপন করেন?

 উত্তর: 593 খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণ


7। আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?

 উত্তর: রাজবিহারী বসু

পশ্চিমবঙ্গের কথা | questions and answers about West Bengal.

8। আজাদ হিন্দ ফৌজ কে পরিচালিত করে?

 উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু কর্তৃক পরিচালিত ভারতে মুক্তিবাহিনীর।

9। বাংলার শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

 উত্তর: সুলতান হোসেন শাহ

১০। হুসেন শাহের মন্ত্রী ও সভাকবি কে ছিলেন?

 উত্তর: মালদার বসু।

11। লুক গোস্বামীর সনাতন গোস্বামী কে ছিলেন?

 উত্তর: সুলতান হোসেন শাহের প্রধান অমাত্য। তারা চৈতন্যদেবের শিষ্য ছিলেন।

12। কবিকঙ্কন কার উপাধি ছিল?

 উত্তর: চন্ডীমঙ্গল কাব্যের মুকুন্দরাম চক্রবর্তীর।

পশ্চিমবঙ্গ সম্বন্ধিত Quiz

13। চৈতন্যদেবের প্রধান মুসলমান শিষ্য কে ছিলেন?

 উত্তর: যবন হরিদাস চৈতন্যদেবের প্রধান মুসলমান শিষ্য।

14। রায়গুণাকর কার উপাধি ছিল?

 উত্তর: অন্নদামঙ্গল কাব্যের কবি ভারতচন্দ্রের রায়ের।



Comments