Class 5 amader paribesh Model Activity Task part 9(January,2022). পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022
Model activity task(২০২২)
Class 5
আমাদের পরিবেশ
১.১ ত্বকে রোদ লাগলে ভিটামিন-সি তৈরি হয়।
উত্তর:'×'
১.২ নার্ভ ,পেশী, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া।
উত্তর:'✓'
১.৩ একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে ৩০০ টি হাড় থাকে।
উত্তর:'×'
২. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সঙ্গে মিল করে লেখো-
..............বাম স্তম্ভ ................ | ............. ডান স্তম্ভ ................... |
---|---|
২.১ মেলালিন | (ক) হাতের হাড় |
২.২ হিয়ামেরাস | (খ) লিগামেন্ট |
২.৩ ফিমার | (গ) ত্বক |
(ঘ) পায়ের হাড় |
..............বাম স্তম্ভ ................ | ............. ডান স্তম্ভ ................... |
---|---|
২.১ মেলালিন | ত্বক |
২.২ হিয়ামেরাস | হাতের হাড় |
২.৩ ফিমার | পায়ের হাড় |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও-
৩.১ মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটো হাড় থাকে তার নাম লেখ?
উত্তর: মানুষের দেহে কনুই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তা হল আলনা ও রেডিয়াস।
৩.২ পেশী যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যেকোনো দুটি কাজ উল্লেখ করো।
উত্তর:
পেশীর দুটি কাজ:
(i) দেহের আকৃতি প্রদান করে এবং অসীম সঞ্চালনে সহায়তা করে।
(ii) নড়া চড়া এবং চলাচলে সাহায্য করে।
৩.৩ আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কী?
উত্তর:
আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা:
(i) রক্ত সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়।
(ii) শরীরে ফোঁড়া বা অন্য কোন জীবাণু সংক্রমণ করলে আমরা যে ওষুধ খাই তার শরীরের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয় রক্ত।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
হাড়ের জোড় না থাকলে আমাদের কি কি অসুবিধা হত?
উত্তর: হাড় হল একটি অঙ্গ ,যা মানুষ সহ বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর কঙ্কাল তৈরি করে। আর হাড়ের জোড় না থাকলে আমাদের যা যা অসুবিধা হত তা হল নিম্নরূপ-
(i) হাতের হাড়ের জোর না থাকলে হাত ভাজ করা যেত না। ফলে খেলাধুলাসহ বিভিন্ন কাজে অসুবিধা হতো।
(ii) আংগুলের হাড়ের জোর না থাকলে কোনো কিছু ধরতে অসুবিধা হতো।
(iii) পায়ের হাড়ের জোর না থাকলে চলাফেরা করতে, দৌড়াতে ও বসতে অসুবিধা হতো।
Read Also:
Class 5 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Comments
Post a Comment