Class 5 Bengali model activity task January 2022/পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসের, 2022
1. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
1.1 গল্পবুড়ো কবিতা গল্পবুড়ো এসেছেন-
(ক) শরৎকালে (খ) শীতকালে
(গ) বর্ষাকালে (ঘ) গ্রীষ্মকালে
উত্তর:খ) শীতকালে
1.2 দেখবি যদি জলদি আয়।' 'জলদি' শব্দের অর্থ-
(ক) ভোরবেলায় (খ) তাড়াতাড়ি
(গ) ছুটে (ঘ)ঘুম থেকে উঠে
উত্তর: (খ) তাড়াতাড়ি
1.3 'প্রখর প্রত্যুষে'।প্রখর শব্দের অর্থ -
(ক)কনকনে (খ) অসহ্য
(গ) তীব্র (ঘ)আরামদায়ক
উত্তর:(গ) তীব্র
2. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:
2.1 গল্পবুড়োর তল্পিটি কোথায় রয়েছে?
উত্তর: তল্পিটি কাঁধে রয়েছে।
2.2 গল্প বুড়োর ঝোলায় কোন পাহাড়ের গল্প আছে?
উত্তর: কড়ির পাহাড়।
2.3 'এই থলেতে বন্দিনী'। -থলি থেকে বন্দিনী অবস্থায় আছে ?
উত্তর: কেশবতী নন্দিনী
Also read: Class 5 sastho sorir Shiksha Model Activity Task January 2022
3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও:
3.1 গল্প বুড়ে দিনের কোন সময় গল্প শোনাতে আসে ?
উত্তর : গল্পবুড়ো ভোরবেলায় রূপকথা চাই রূপকথা -বলে ডাকছেড়ে গল্প শোনাতে আসে।
3.2 গল্প বুড়োর মুখে ব্যথা হয়েছে কেন ?
উত্তর: গল্পবুড়ো শীতকালের ভোরে রূপকথা চাই রূপকথা- বলে চিৎকার করছে ।তাই তার মুখ ব্যথা হয়ে গিয়েছে।
3.3 'বলবো না গো রূপকথা।'-গল্পবুড়ো কাদের রূপকথা শোনাবে না?
উত্তর: বারবার চিৎকার করে ডাকার পরও যেসব ছেলেরা এই প্রবল শীতের ভোরে ঘুম ছেড়ে আসবে না। গল্পবুড়ো তাদের তার রূপকথার গল্প শোনাবে না।
4. নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখ:
গল্প বুড়োর জুলাই কি কি ধরনের গল্প রয়েছে তা কবিতা থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতিসহ আলোচনা করো।
উত্তর: সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পগুলোর ঝোলায় থাকা গল্পগুলি হল- দৈত্য-দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মনপবনের দাড়খানা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো, হীরা-মানিক ,ময়নামতি, তেপান্তরের মাঠ ,কেশবতী নন্দিনী ইত্যাদি।
Read Also:
Class 5 English মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Bengali (বাংলা) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Class 5 Mathematics (গণিত) মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২
Comments
Post a Comment